01
Apr
মণ্ডপে যাবার আগে মৃৎ শিল্পীর কারখানায় দুষ্কৃতীদের দারা ক্ষতিগ্রস্থ বাসন্তী প্রতিমা ,চাঞ্চল্য জলপাইগুড়িতে। মঙ্গলবার বাসন্তী প্রতিমা নিজের বাড়ীর মণ্ডপে নিয়ে যাবেন এমনটাই ভেবেছিলেন জলপাইগুড়ি আদর পাড়া নিবাসী অভিজিৎ ঠাকুর, তবে মঙ্গলবার ভোরে পান্ডা পাড়ার প্রবীণ মৃৎ শিল্প বাসন্তী পালের পক্ষ থেকে ফোন করে জানানো হয়,তার ১০ টা পর্যন্ত বাসন্তী প্রতিমা তৈরির শেষ পর্যায়ের কাজ করা হয়েছে,তখন পর্যন্ত সবই ঠিক ঠাক ছিলো,কিন্তু সকালে উঠে দেখেন বাসন্তী প্রতিমার মাথা ,এবং শরীরে বেশকিছু অংশ ক্ষতিগ্রস্থ। এমন ফোন পেতেই মৃৎ শিল্পীর কারখানায় ছুটে আসেন অভিজিৎ ঠাকুর সহ এলাকাবাসী। এই প্রসঙ্গে প্রতিমা নির্মাতা মৃৎ শিল্প বাসন্তী পাল বলেন, রাত সাড়ে দশটা পর্যন্ত সব কিছু ঠিক…