প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য

47

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গত সোমবার এই ঐতিহাসিক রায় দিয়েছে কলকাতা হাই কোর্ট। এক কলমের খোঁচায় চাকরি হারিয়েছেন ২৫,৭৫৩ জন।

আদালতের রায় অনুসারে, ওএমআর শিটের মূল্যায়নে গলদ এবং সেই শিটগুলি যথাযথভাবে সংরক্ষণ না হওয়া ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিলের অন্যতম কারণ। এদিকে ২০১৬ সালেই শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র সংরক্ষণের নতুন নিয়োগ চালু হয়েছিল।

নিয়ম অনুযায়ী, মাত্র ১ বছরের জন্য ওএমআর সংরক্ষণ করা হয়। তখন রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। বর্তমানে যিনি জেলবন্দি। হাই কোর্টের প্যানেল বাতিলের রায় ঘোষণার পর ২০১৬ সালে চালু হওয়া সেই বিধির দিকেই কার্যত আঙুল তোলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।