আগামী কয়েক বছরের মধ্যে সচেতন হতে হবে কলকাতাকে

42

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের কলকাতায় এবারের অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। একাধিক জায়গায় স্বাভাবিকের থেকে সর্বাধিক তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বেশি।

আগামী সোমবার পর্যন্ত আপাতত রয়েছে তাপ প্রবাহের সর্তকতা। এই আবহে বাংলার বিভিন্ন প্রান্তে দেখা দিচ্ছে জল সংকট। পরিবেশ বিজ্ঞানীদের কথায়, মাটির তলার জলস্তর বৃদ্ধি পাচ্ছে না। উল্টে মাটির তলা থেকে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি লিটার জল উত্তোলন করা হচ্ছে।

পরিবেশ প্রযুক্তিবিদ সোমেন্দ্রনাথ ঘোষ বলছেন, গাছের মাধ্যমে বৃষ্টির জল মাটির নিচে চলে যায়। কলকাতায় গত ১০ বছরে গাছ কমেছে ৩০ শতাংশ। বলা যেতে পারে গাছ প্রায় নেই। কলকাতা যেন মরুভূমি। বিশেষজ্ঞদের কথায়, পরিস্থিতি মোকাবিলা করার মতো সময় এখনো রয়েছে।