সাহুডাঙ্গির বৈতরণী শ্মশানঘাটের দায়িত্ব নিতে চলেছে পুরনিগম

সাহুডাঙ্গির বৈতরণী শ্মশানঘাট পরিচালনার দায়িত্ব নিতে চলেছে শিলিগুড়ি পুরনিগম। তার আগে বৃহস্পতিবার এলাকা পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব। পুরনিগম ও এসজেডিএ-র বাস্তুকারদের সঙ্গে নিয়ে এলাকায় গিয়েছিলেন মেয়র। সঙ্গে ছিলেন জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেক্ট্রিকাল বিভাগের প্রফেসরেরা। এদিন এলাকা পরিদর্শনের পর রিপোর্ট চেয়েছেন মেয়র। সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই সংস্কারের কাজ শুরু হবে। এরপর হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে। এসজেডিএ থেকে পুরনিগমের হাতে আসবে বৈতরণী।গৌতম দেব বলেন, ‘সমস্ত কিছু ঠিক করে তবেই এসজেডিএ আমাদের হস্তান্তর করবে। তার আগে আমি পরিস্থিতি দেখে গেলাম।