29
Mar
গতকালকের পর আজকেও সকাল নাগাদ নাগরাকাটার, কাঁঠাল ধুরা চা বাগানের একটি প্রাথমিক স্কুলের ঢিল ছড়া দূরত্বেই খাঁচা বন্দি হলো পূর্ণবয়স্ক চিতা বাঘ। জানা যায় শনিবার ভোর নাগাদ সেই পূর্ণবয়স্ক চিতা বাগ্টি বনদপ্তর এর পাতানো খাঁচায় খাঁচা বন্দী হয়। প্রসঙ্গত গত শনিবারও কাঁঠাল ধুরা চা বাগানের ১৬ নাম্বার সেকশন থেকে একটি পূর্ণবয়স্ক চিতা বাঘ বনদপ্তর এর পাতানো খাঁচায় খাঁচা বন্দী হয়। আর সেই চিতা বাঘটিকে উদ্ধার করে গরু মারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। আর তার রেশ কাটতে না কাটতে আবারো। শনিবার ভোর নাগাদ আবারো একটি পূর্ণবয়স্ক চিতা বাঘ খাঁচা বন্দী হয়। চিতা বাঘ খাঁচা বন্দী হওয়ার খবর খুনিয়া রেঞ্জের বন কর্মীদের…