08
Apr
শুধুমাত্র একটি পরিবারের স্বার্থে ১৯৭৫-৭৭ পর্যন্ত কংগ্রেস ভারতে ইমার্জেন্সি লাগু করেছিল l শুধু তাই নয়, কংগ্রেসের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুও নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অনৈতিক ভাবে নানা ভাবে রাজ্য গুলির উপর বিভিন্ন ধারা জারি করে সরকার ফেলে দেওয়ার চেষ্টা করেছে l আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মজদুর মনিটরিং সেল আয়োজিত আশা, অঙ্গনওয়ারি দিদি ও সহায়িকাদের সাথে 'এক দেশ, এক নির্বাচন' শীর্ষক কনভেনশনে এই কথা বলেন, সাংসদ বিপ্লব কুমার দেব l এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বড় মাত্রায় মহিলারা উপস্থিত হয় l এদিন বিকেলে রাজধানীর সুকান্ত একাডেমি অডিটরিয়ামে রাজধানীর বিভিন্ন ব্যবসায়ীদের সাথে, এই বিষয়ে মত বিনিময় করেন তিনি l দুটি অনুষ্ঠানেই এক…