22
Jul
কোচবিহার:- অবৈধভাবে অসম থেকে বাংলায় কাঠ পাচারের পথে অসম বাংলা সীমান্তবর্তী জোড়াই মোড় নাকা পয়েন্ট এলাকায় সেগুন কাঠ উদ্ধার করলো বক্সিরহাট থানার পুলিশ। থানা সূত্রে জানা যায় এদিন জোড়াই মোড় নাকা পয়েন্ট এলাকায় একটি কন্টেইনার গাড়িতে তল্লাশি চালাতে গিয়ে সেগুন কাঠ দেখতে পায় পুলিশ।পরবর্তীতে বনদপ্তর ঘটনাস্থলে পৌঁছে কাঠগুলিকে উদ্ধার করে। এ বিষয়ে নাগুর হাট বিট অফিসার তপন নার্জিনারি জানান অসম বাংলা সীমান্তবর্তী জোড়াই মোড় নাকা পয়েন্টে অসম থেকে বাংলায় প্রবেশের পথে সন্দেহজনকভাবে একটি কন্টেনার গাড়িকে আটক করে বক্সিরহাট থানার পুলিশ। সেই গাড়িতে তল্লাশি চালাতে গিয়ে বিপুল পরিমান সেগুন কাঠ উদ্ধার করে পুলিশ যার বাজার মূল্য আনুমানিক ১৪ লক্ষ টাকা বলে…