07
Oct
রাজ্যবাসীর কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে। পরিযায়ী শ্রমিকদের রেশন কার্ড দিতে ব্যর্থ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে সুপ্রিম কোর্ট। বিগত কয়েক মাসে বেশ কয়েকবার ‘ডেডলাইন’ বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও কার্ড দেওয়ার প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি। শীর্ষ আদালতের বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লা এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চ বলে, ‘রেশন কার্ড ইস্যু করতে কত সময় লাগে? এটাই শেষ সুযোগ। আমরা আর কোনও অবকাশ দেব না’। সুপ্রিম কোর্টের নির্দেশ, রাজ্যগুলির…