29
Sep
আদিবাসী সংগঠনের মিছিলের জেরে সাতসকালে অবরুদ্ধ হাওড়া সেতু। ঘণ্টার পর ঘণ্টা প্রবল যানজট। গড়াল না বাস-গাড়ির চাকা। প্রবল ভিড় ফেরিঘাটেও। ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। বেশ কিছুদিন ধরে তফশিলি জনজাতির তকমার দাবিতে সোচ্চার কুড়মি-মাহাতোরা। এরই প্রতিবাদে সামিল একাধিক আদিবাসী সংগঠন। শুক্রবার রানি রাসমণি রোডে একটি সভা রয়েছে আদিবাসীদের। তাতে যোগ দিতেই এদিন সকালে বিভিন্ন জেলা থেকে দলে দলে হাওড়া স্টেশনে পৌঁছন আদিবাসীরা। হাওড়া স্টেশন থেকে মিছিল করে হাওড়া সেতু ধরে রানি রাসমণি রোডের উদ্দেশে রওনা হন তাঁরা। আর এই মিছিলের জেরে সাতসকালে অবরুদ্ধ হয়ে পড়ে হাওড়া সেতু। বন্ধ হয়ে যায় স্ট্র্যান্ড রোডমুখী রাস্তা। এই ঘটনায় স্বাভাবিকভাবেই অফিস যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। সকলেরই…