কয়েক কোটি টাকার সাপের বিষ পাচারের ছক ভেস্তে দিল বনদপ্তর

63

ফ্রান্সে তৈরি কয়েক কোটি টাকার সাপের বিষ বুলেটপ্রুফ জারে ভর্তি করে পাচারের ছক ভেস্তে দিল বনদপ্তর। ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত কালিমুদ্দিন আনসারি (৪৮) ইসলামপুরের ক্ষুদিরামপল্লি এবং জুবায়ের খান (৪১) অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। মনে করা হচ্ছে, কাঁচের জারে ভর্তি করে সাপের বিষ বাংলাদেশ থেকে ভারত হয়ে নেপালে পাচার করা হচ্ছিল। কার্শিয়াং বনবিভাগের ঘোষপুকুর রেঞ্জ বৃহস্পতিবার রাতে ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর সংলগ্ন মুরালিগঞ্জ এলাকা থেকে একটি মোটরবাইক আটক করে।

তাতে তল্লাশি চালাতেই ব্যাগ থেকে সাপের বিষভর্তি জার উদ্ধার হয়।ঘোষপুকুর রেঞ্জ, রানিডাঙ্গা ৪১ নম্বর ব্যাটালিয়নের এসএসবি জওয়ান এবং ওয়াইল্ড লাইফ ক্রাইম কনট্রোল ব্যুরো গোপন সূত্রের খবর ভিত্তিতে ওই এলাকায় যৌথ অভিযান চালায়। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে কাঁচের জার ভর্তি সাপের বিষ। ধৃতদের ঘোষপুকুর রেঞ্জে নিয়ে আসা হয়েছে। বনকর্মীদের জিজ্ঞাসাবাদে তারা সাপের বিষ পাচারের কথা স্বীকার করে নিয়েছে।

কার্শিয়াং-এর এডিএফও ভূপেন বিশ্বকর্মা জানান, ধৃতদের হেপাজতে নেওয়ার আর্জি জানিয়ে আদালতে পাঠানো হবে। মালদা থেকে সাপের বিষ আনা হয়েছিল। এই চক্রে আর কারা জড়িত তা জানতে বনদপ্তর তদন্ত চালাচ্ছে।