01
Nov
জালে ধরা পরে একটি অচেনা সাপ। সেটিকে দেখা মাত্র উদ্ধারের জন্য গ্রামবাসীরা যোগাযোগ করেন বিভিন্ন মহলে। বেলাকোবা রেঞ্জ অফিসে ফোন করেও সুরাহা হয়নি বলে অভিযোগ। দীর্ঘ পাঁচ ঘন্টায় জলপাইগুড়ির রংধামালী সংলগ্ন মোরল পাড়ায় পৌঁছায়নি কেউই বলে স্থানীয়রা জানান। বেলাকোবা জলপাইগুড়ি রাজ্য সড়কের পাশে একটি অচেনা সাপকে দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমতে থাকে। অবশেষে গ্রামের একজন খবর দেন গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পরিবেশ প্রেমী তথা গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অংকুর দাস ও সহ সভাপতি অমৃত ঘোষ। জাল কেটে উদ্ধার করেন Trinket প্রজাতির একটি বিষবিহীন সাপ। বাংলায় যাকে বলে পঙ্খীরাজ সাপ। গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার…