দীপাবলির আগে কাজ বন্ধের নোটিস দিয়ে পালালো চাবাগান কর্তৃপক্ষ

মুখ্যমন্ত্রী রয়েছেন জেলায়, সেই সময়ই সরকারের ঘোষিত বকেয়া নিম্নতম মজুরি না দিয়েই রাতের অন্ধকারে চা বাগান ছাড়ল মালিকপক্ষ, দীপাবলির আগেই অন্ধকার নেমে এলো কয়েকশো শ্রমিক পরিবারের।

জলপাইগুড়ি কতোয়ালী থানার বেরুবাড়ি এলাকায় অবস্থিত অমর পুর চা বাগানে প্রায় চারশো শ্রমিক মঙ্গলবার সকাল হতেই অন্ধকারে ডুবে গেলেন, কারণ বাগান কর্তৃপক্ষ কাজ বন্ধের নোটিস দিয়ে রাতের অন্ধকারে বাগান ছেড়ে চলে গিয়েছে। দীর্ঘদিন থেকেই রাজ্যে সরকার ঘোষিত নিম্নতম মজুরি শ্রমিকদের দিতে গড়িমসি করে আসছিল বাগান কর্তৃপক্ষ।

নিজেদের অধিকার পেতে আন্দোলনও শুরু করে শ্রমিকেরা, শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিষয়টি সংশ্লিষ্ট সব মহলকে জানানোর পরেও মালিক পক্ষ কোনো ব্যবস্থা নেয়নি, এমনটাই অভিযোগ অমর পুর চা বাগানের শ্রমিকদের।এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন জেলায় প্রশাসনিক বৈঠক করছেন, ঠিক সেই সময়ই কাজ বন্ধের নোটিস ঝুলিয়ে চা বাগান ছেড়ে চলে গিয়েছে কর্তৃপক্ষ। যার ফলে আসন্ন দীপাবলীর আগেই গভীর অন্ধকার নেমে এসেছে বাগানের চারশো শ্রমিক পরিবারে। মঙ্গলবার কাজ বন্ধের নোটিস দেখে বিক্ষোভে ফেটে পরেছে অমর পুর চা বাগানের শ্রমিকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *