সিকিম সরকারের তাঁক লাগানো মাল্টিলেভেল হাইড্রোলিক পার্কিং

মাল্টিলেভেল হাইড্রোলিক পার্কিং বানিয়ে তাঁক লাগালো সিকিম সরকার। নিমেষে মিটতে চলেছে গ্যাংটকের তীব্র যানজট সমস্যা। নিস্তার পাবে চালকরাও। স্মার্ট সিটির অধীনে প্রথম ধাপেই চমক সিকিম সরকারের। সিকিমের গ্যাংটকের এমজি মার্গের পাশে ৩.৭৫ লক্ষ বর্গ ফুট জায়গায় তৈরি করা হলো মাল্টিলেভের হাইড্রোলিক পার্কিং।

এই প্রথম হিমালয়ের পর্বতশৃঙ্গে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হলো এই ধরনের বহুতল।আইআইটি গুয়াহাটি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ওই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করেছে। মূলত স্টিল ব্যবহার করে প্যারাফেব্রিকেটেড প্রযুক্তির মাধ্যমে নির্মাণ করা হয়েছে ওই বহুতলটি। ওই প্রযুক্তির মাধ্যমে রিখটার স্কেলের তীব্রতাতেও অক্ষত থাকবে বহুতলটি।

 ১৯৬ কোটি টাকায় ২৬ বছরের জন্য লিজে ওই পিপিপি প্রকল্পের অধীনে এক বেসরকারি সংস্থাকে ওই পার্কিংটি পরিচালনার জন্য তুলে দিয়েছে সিকিম সরকার। এক সঙ্গে ৪০০ টির বেশি গাড়ি ওই বহুতলে রাখার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি প্রথম তলায় থাকবে পাঁচতারা শপিং মল। এছাড়াও চালকদের মনোরঞ্জনের জন্য থাকবে ইন্ডোর খেলাধুলার জায়গা, ক্যান্টিং।