২০৩২ অলিম্পিককে সামনে রেখে খেলোয়াড়দের মূল স্রোতে ফেরানোর উদ্যোগ ক্রীড়াদীপ্তির

মিশন ২০৩২ অলিম্পিককে পাখির চোখ করছে ক্রিড়াদীপ্তি। আর বাকি থাকা সময়ের মধ্যে অলিম্পিকে যাতে ভারতের ভালো ফল হয় সেই লক্ষ্যে এবার ময়দানে নামলো ক্রীড়াদীপ্তি। দুস্থ ও মেধাবী খেলোয়াড়দেরকে মানসিক এবং পুষ্টি সহায়তায় এগিয়ে আসলো ওই সংস্থা। এদের লক্ষ্য মাঝপথে কোন খেলোয়াড় যাতে খেলা থেকে দূরে সরে না যায় এবং ঘুরপথে নেশাগ্রস্থ হয়ে না পড়ে। এছাড়াও অনেক সময় পড়াশোনার চাপে ভালো খেলোয়াড়দের খেলা ছেড়ে দিতে বাধ্য হয়। সেইসব খেলোয়াড়দের অভিভাবকদেরকে সচেতন করা হবে। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তিক এলাকা থেকে বিশেষ করে চা বাগান অধ্যুষিত এলাকায় কাজ শুরু করেছে ক্রীড়াদীপ্তি। শনিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এসব কথা জানান ক্রীড়া দীপ্তির মুখ উপদেষ্টা এবং মেডিকেল কলেজের ডীন সন্দীপ সেনগুপ্ত। এছাড়াও ছিলেন চিকিৎসক সুদীপ্ত সেন, সর্বানি রায়, ক্রীড়া দীপ্তির কো-অর্ডিনেটর অমিত সরকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *