বড়সড় স্বস্তি, উঠছে বাসকর্মীদের আন্দোলন? সমস্যা কতটা মিটবে?

অবশেষে স্বস্তি। উঠে যাচ্ছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অস্থায়ী কর্মীদের আন্দোলন। একাধিক দাবিতে তাঁদের আন্দোলনের জেরে কার্যত মুখ থুবড়ে পড়েছিল দক্ষিণবঙ্গের সরকারি বাস পরিষেবা। দীর্ঘ টানাপড়েনের পরে বড় ঘোষণা পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর। 

অস্থায়ী কর্মীদের দাবি মেনে মাসে ২৬ দিন কাজের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তার বদলে অবিলম্বে কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ করা হয়েছে। পুজোর পর ছুটি সংক্রান্ত দাবিদাওয়া নিয়েও আলোচনার আশ্বাস দেওয়া হয়েছে। এই ডাকেই সাড়া দিয়েছেন আন্দোলনরত অস্থায়ী কর্মীরা। পরিবহন মন্ত্রীর আশ্বাসের পরে, প্রেসবিবৃতি দিলে কর্মবিরতি তুলে নেওয়া হবে তাঁদের তরফে, এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে তাঁদের তরফে। আপাতত শুধু দিঘা ডিপো থেকে কর্মবিরতি তুলে নেওয়ার কথা হয়েছে। এই ডিপো থেকেই সবার আগে কর্মবিরতির আন্দোলন শুরু হয়েছিল।

ভোগান্তির ৭ দিনের মাথায় অস্থায়ী পরিবহণকর্মীরা এবিপি আনন্দে কর্মবিরতি প্রত্যাহারের আশ্বাস দিলেন। তার আগে পরিবহণমন্ত্রী আশ্বাস দেন, ২৬ দিন কাজের যে দাবি অস্থায়ী পরিবহণকর্মীরা করেছেন, তা পূরণ হবে। তারপরই দিঘার সরকারি ডিপোর আন্দোলনরত কর্মীরা জানান, তাঁরা কর্মবিরতি প্রত্যহার করছেন। আজই দুপুর ২টো থেকে বাস চলাচল শুরু হবে। দিঘা ডিপোর কর্মীরা জানান, মন্ত্রী তাঁদের ফোন করে দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারি এ প্রসঙ্গে কটাক্ষ করে বলেন, নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলছে। এই সরকার পরিবহণ কর্মীদের টাকা দিতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *