08
Feb
গত বছর শেষের দিকে শীতের দেখা না পেলেও, চলতি বছর বেশ জাঁকিয়ে শীত পড়েছিলো বঙ্গে৷ তবে বঙ্গবাসীর শীত সুখ আর বেশি দিনের নয়৷ হাওয়া অফিস জানাচ্ছে বৃহস্পতিবার থেকেই বদলাতে শুরু করবে আবহাওয়া৷ বাড়বে তাপমাত্রা৷ ফলে উইকএন্ডের ঘোরাফেরায় ভাটা পড়তে পারে৷ তবে এখানেই শেষে নয়৷ গরমের সঙ্গে দোসর হয়ে আসছে ঝঞ্ঝা৷ ফলে ফেরে বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা হাওয়া অফিসের৷ সরস্বতী পুজোয় আবহাওয়া বেশ মনোরমই থেকেছে৷ উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণে ছিল রোদ ঝলমলে আকাশ৷ রবিবার থেকে উত্তরবঙ্গেও আবহাওয়ার উন্নতি হতে শুরু করেছে৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা…