19
Jun
আগামী জানুয়ারি মাসে আনুমানিক ৫ লক্ষ টাকা ব্যায়ে একটি শববাহি গাড়ি ইন্ডিয়ান রেড ক্রস শিলিগুড়ি শাখার হাতে তুলে দেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। এই উপলক্ষে আজ ফুলেশ্বরী বিধায়ক কার্যালয়ে সংগঠনের পক্ষ থেকে বিধায়ক শংকর ঘোষকে সন্মান প্রদান করা হয়। ইন্ডিয়ান রেড ক্রস এর শিলিগুড়ি শাখার একটি সববাহী গাড়ি না থাকায় অনেক অসুবিধা হচ্ছিল। সেই জন্য শিলিগুড়ি শহরের বিধায়ক শংকর ঘোষের কাছে অবেদন করা হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতে আগামী ২৭শে জানুয়ারি সংগঠনকে একটি সববাহি গাড়ি তুলেদেন শংকরবাবু। ইন্ডিয়ান রেড ক্রস শিলিগুড়ি শাখার সম্পাদক টুটুল নন্দী এই প্রসঙ্গে জানান, তাদের কাছে কোন সববাহি গাড়ি ছিল না। এই সববাহি গাড়ির জন্য অনেক মানুষ…