11
Sep
রোগীর আত্মীয়দের বিরুদ্ধে মহিলা চিকিৎসককে হুমকি দেবার অভিযোগ। নিরাপত্তাহীনতায় ভুগে চিকিৎসক পড়ুয়ারা মাঝরাতেই আন্দোলনে বসলেন। এমারজেন্সির সামনে বসে পড়ে সিনিয়র ডাক্তারদের নিরাপত্তার দিল চিকিৎসক পড়ুয়ারা।উত্তজেনা জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে। জানা যায় মাসকালাইবাড়ির এক ক্যান্সার আক্রান্ত মহিলা লিপিকা দাস বীর মৃত অবস্থায় সুপার স্পেশালিটি হাসপাতালে এলে ডাক্তার নিয়ম অনুযায়ী ময়নাতদন্তের কথা বলেন কিন্তু বেকে বসেন রোগীর আত্মীয়রা। এরপরেই পুলিশের উপস্থিতিতেই ডাক্তারদের হেনস্থা ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপরেই নিরাপত্তা হীনতা বোধ করে আন্দোলনে নামেন চিকিৎসক পড়ুয়ারা। এদিকে জলপাইগুড়ি পুরসভার ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর পিঙ্কু সাহা জানান এক ক্যান্সার রোগী মৃত রোগীকে আনা হয় পরিবারের লোকেরা ময়নাতদন্ত করতে রাজি হয়না।…