16
Jun
ওয়াশিংটন : করোনা মোকাবিলায় এমনিতেই লেজেগোবরে দশা ট্রাম্প প্রশাসনের। এরউপর হাসপাতালগুলির বিরুদ্ধে করোনা রোগীদের পরিবারকে অতিরিক্ত বিল ধরানোর অভিযোগ রয়েছে। যেমন মারণ অসুখ থেকে সুস্থ হয়ে ওঠা ৭০ বছরের এক বৃদ্ধকে চিকিৎসার খরচ হিসেবে ১১ লক্ষ ডলারের বিল ধরিয়েছে আমেরিকার এক হাসপাতাল। যদিও মাইকেলকে হাসপাতালের এই বিল মেটাতে নিজের গাঁটের কড়ি খরচ করতে হয়নি। প্রবীণ নাগরিকদের জন্য দেশে সরকারি স্বাস্থ্যবিমা প্রদানকারী সংস্থাই ওই খরচ মিটিয়েছে। তবে তাঁর চিকিৎসার এই বিপুল খরচের দায়ভার যে করদাতাদের বহন করতে হবে, তা ভেবে মাইকেল অপরাধবোধে ভুগছেন। গত ৪ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অতি সঙ্কটজনক অবস্থায় ওয়াশিংটনের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাইকেল ফ্লোর। তাঁর…