26
Nov
কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, আজ সংবিধানের সর্বোচ্চ উচ্চাতা এবং উদ্দীপনার সঙ্গে উদয়পিত হয়েছে। সভা প্রধান প্রধান হিসাবে ত্রিপুরা আমার রাজনৈতিক রাষ্ট্রবিজ্ঞান গবেষণা অধ্যাপক ড. অলক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় সংকৃত নির্দেশক প্রভাত কুমার মহা মহাত্র মহোদয় উপস্থিতের অধ্যক্ষ অধ্যক্ষ। দুই দলের সদস্য এবং ছাত্রদের সক্রিয় অংশগ্রহণ পরিলক্ষিত হয়। শুধু প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে, সূচনা হয় বৈদিক ও লৌকিক মঙ্গল পাঠ করা হয়। আচার্য প্রভাত কুমার মহাগ্রন্থ তাঁর শাসনে, সংবিধানে নিহিত মূল্যবোধের গণ তাপর্য তার পাশাপাশি তিনি ন্যায়বিচার, স্বতন্ত্র, সমতা এবং ভ্রাতৃত্বের অন্তর্গত সমুন্নত জন্য সকলকে অনুরোধ জানান। শিক্ষাবিদ অলক ভট্টাচার্য তাঁর নীতিদান প্রগতিশীল সমাজ গঠনে সাংবিকতার বিবেচনা গুরুত্ব তুলে ধরেন। তিনি তরুণদের মধ্যে…