05
Jul
আমফানে ঝড়ে বিধ্বস্ত প্রকৃত ক্ষতিগ্রস্তরা পাননি ক্ষতিপূরণ। কাঁথি শহরের তৃণমূলের যুব নেতা ইমরান আলী খান নিজের লোকদের আমফানের টাকা দিয়েছেন বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। এরপর কাঁথি শহরের ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তৃণমূল নেতা ইমরান আলী খানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান। পরে কাঁথি শহর থেকে মেচেদা বাইপাস যাওয়ার রাস্তায় গাছের ডাল ফেলে প্রায় দুই ঘণ্টা পর্যন্ত রাস্তা আটকে রাখেন বিক্ষুব্ধরা। এক বিক্ষোভকারী বলেন, আমফান ঘূর্ণিঝড়ে এলাকার অনেকের ঘরবাড়ি ভেঙেছে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু তৃণমূলের যুব নেতা প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ না দিয়ে, নিজের পরিবারের সদস্য আর তৃণমূল ঘনিষ্ঠ মানুষদের হাতে ক্ষতিপূরণের টাকা তুলে দিয়েছেন। উনি জানান, এই বিষয়ে অভিযোগ জানানো হলে…