করোনা মহামারীর কারণে গোটা বিশ্ব চরম সমস্যার সন্মুখিন। প্রতিদিনই এই ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানের অবস্থাও ভয়াবহ হয়েছে। আর এরমধ্যে খবর পাওয়া যাচ্ছে যে, পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে।
তিনি নিজেই নিজের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে দিয়েছেন। শাহ মেহমুদ কুরেশি ট্যুইট করে লিখেছেন, ‘দুপুরে আমার হাল্কা জ্বর ছিল আর আমি তখনই কোয়ারান্টিনে চলে যাই। পরীক্ষার পর আমার করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। আল্লাহর কৃপায় আমি নিজেকে দৃঢ় আর শক্তিশালী বোধ করছি। আমি নিজের বাড়ি থেকেই নিজের কাজ করব। দয়া করে আমার জন্য প্রার্থনা করুন।”
পাকিস্তানে এখনো পর্যন্ত দুই লক্ষ কুরি হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে আর চার হাজার ৫০০ এর বেশি মানুষ মারা গেছে।