14
Feb
২০২২ সালের ৩১ মে, সংগীত জগতে ঘটেছিল নক্ষত্রপতন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন কিংবদন্তী সংগীতশিল্পী কেকে। মৃত্যুর পর বছর ঘুরতে চলল। তবুও সকলের স্মৃতির সরণীতে আজও জীবন্ত কেকে-এর স্মৃতি। গাইতে গাইতেই সুরালোকে পাড়ি দিয়েছেন শিল্পী কৃষ্ণকুমার কুন্নথ। সম্প্রতি মুক্তি পেয়েছে কেকে-র গাওয়া শেষ গান মন রে। আর এই গানের মধ্যে দিয়েই আরও একবার শ্রদ্ধাজ্ঞাপন করা হল প্রয়াত সংগীতশিল্পীকে। ‘লস্ট’ মুভির গান মন রে-তে আরও একবার জীবন্ত হয়ে উঠলেন এই গানে কেকে-এর সঙ্গে দেখা যাচ্ছে বলি ডিভা ইয়ামি গৌতমকে। মৃত্যুর আগে এটাই ছিল কেকে-র কণ্ঠে শেষ গান। তাই এই গান মুক্তির পর প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।…