04
Nov
ছট পুজোর আগে হঠাৎ করেই চাহিদা বেড়ে গেল নারকেলের। এর ফলে বাজারেও চড়া দাম রয়েছে। আগামী ৭ ও ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে ছট পুজো। তাঁর আগে পুজোর সামগ্রী কেনাকাটা শুরু করে দিয়েছেন ছট পুজোর ভক্তরা। ছট পুজোয় সবচেয়ে বেশি প্রয়োজনীয় ফল হল নারকেল। যদিও এই নারকেলের দাম রীতিমতো আকাশছোঁয়া। ছোট ছোট নারকেল প্রতিটি বিক্রি হচ্ছে ষাট টাকা দরে। বিক্রেতাদের বক্তব্য, চাহিদা অনুযায়ী নারকেলের আমদানি অনেক কম রয়েছে। বাইরে থেকে আমদানি করতে হচ্ছে নারকেল। তাই দাম একটু বেশি রয়েছে। আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে ছট পুজো উৎসব। তাঁর আগে ছট পুজোর গুরুত্বপূর্ণ সামগ্রী ও উপকরণের আয়োজনের ব্যস্ততা দেখা যাচ্ছে ছট ভক্তদের মধ্যে।…