20
Aug
শিলিগুড়ি:- শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত ৪০ নম্বর ওয়ার্ডের শিবরামপল্লী এলাকায় অবৈধভাবে তৈরি ডেকোরেটরের গোডাউন ভেঙে দিল পুরনিগম।জানা গিয়েছে, বিনা প্ল্যানে তৈরি অবৈধ নির্মাণ সরিয়ে দেওয়ার জন্য পুরনিগমের তরফে গোডাউন মালিককে দুবার নোটিশ দেওয়া হয়েছিল। গোডাউন মালিক শুধুমাত্র কিছুটা অংশ সরিয়ে দেয়।এরপরই আজ অবৈধ নির্মাণ ভেঙে দিতে পৌঁছায় পুরনিগমের কর্মীরা।গোডাউন মালিক ও পুরনিগমের আধিকারিকদের মধ্যে বচসাও হয়।এই বিষয়ে গোডাউন মালিক বলেন, নোটিশ পাঠানোর পর অবৈধ নির্মাণ ভেঙে দিয়ে তার রিপোর্টও জমা দিয়েছি। সেইসময় সমস্ত নির্মান ভাঙা নিয়ে কিছুই জানানো হয়নি।আজ সময় না দিয়েই গোডাউন ভাঙতে পৌঁছায় পুর কর্মীরা।এই কারণে ক্ষোভ প্রকাশ করেন তিনি।