16
Jan
রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই বড় ঘোষণা। জানা গিয়েছে, হলদিয়া পেট্রোকেমিক্যালস ৩,০০০ কোটি টাকায় নয়া কারখানার শিল্যান্যাস করল। শেষ দু’দশকে এটাই হল রাজ্যে সবথেকে বড় অঙ্কের লগ্নি। এমতাবস্থায়, এটি ভারতের বৃহত্তম ফেনল কারখানাও হতে চলেছে। জানা গিয়েছে, ওই কারখানায় হলদিয়া পেট্রোকেমিক্যালস বছরে ৩০০ কিলো টন ফেনল তৈরি করতে পারবে। পাশাপাশি, অ্যাসিটোন তৈরি হবে ১৮৫ কেটিপিএ। হলদিয়া পেট্রোকেমিক্যালস কর্তৃপক্ষ অনুমান করছে যে, ভারতের বৃহত্তম প্রপিলিন কারখানার জন্য ৩,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। ২০২৬ সালের প্রথম ত্রৈমাসিকের মধ্যেই এই কারখানার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। কারখানাটিতে মূলত ফেনল এবং অ্যাসিটোন তৈরি করা হবে। উল্লেখ্য যে, নতুন এই উদ্যোগের মাধ্যমে হলদিয়া পেট্রোকেমিক্যালস রাসায়নিক…