19
Aug
আলিপুরদুয়ার:- টোটোপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির।টোটোপাড়া গ্রামটি মাদারিহাট থেকে প্রায় ২২ কিমি দূরে অবস্থিত। এটি জলদাপাড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বার। গ্রামটির উত্তরে ভুটানের সীমান্ত তাদিং পাহাড়ের পাদদেশ, পূর্বে তোরষা নদী এবং দক্ষিণ-পশ্চিমে বুড়িদিহিং নদী অবস্থিত।সমাজকর্মী বিজ্ঞান সুব্বার দল ও বিরসা মুন্ডা মেমোরিয়াল ডায়াগনস্টিক এবং টোটোপাড়া জনকল্যাণ সংঘের যৌথ প্রকল্পে টোটোপাড়া চৌপাতির প্রত্যন্ত অঞ্চলে একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। সমাজসেবী বিজ্ঞান সুব্বা বলেন, টোটোপাড়া এলাকার মানুষের জন্য স্বাস্থ্যসেবা যেমন নেই, তেমনি পরিবহন সেবাও অসুবিধাজনক, তাই আমরা খবর পেয়ে আজ বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালের দুজন চিকিৎসক, নার্স ও ল্যাব টেকনিশিয়ান স্বাস্থ্য পরীক্ষা ও রক্ত পরীক্ষা করে প্রয়োজনীয় জিউ বিতরণ করার ব্যবস্থা করি।…