05
Jun
কাল প্রকাশিত হয়েছে ভোটের ফলাফল। এখনও লোকসভাতে সর্ববৃহৎ দল বিজেপি। তবে একক সংখ্যাগরিষ্ঠতা নেই। সরকার চালাতে গেলে এইমুহূর্তে মোদিকে শরিকদের ওপর নির্ভরশীল হতে হবে। আজ এই আবহেই মোদীর ক্যাবিনেট বৈঠকে বসবে। ২০১৪ এবং ২০১৯ সালের মতো এইবছর আর একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। লোকসভায় তারাই সর্ববৃহৎ দল। ২৭২-এর ম্যাজিক ফিগারও তারা অনায়াসে পার করেছে। এই আবহে বিজেপি সরকার গঠনের দাবি জানাচ্ছে। এনডিএ শরিক জেডিইউ এবং টিডিপিকে ইন্ডিয়া জোটে আনার চেষ্টা করছে। টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুকে ফোন যোগাযোগ করেছেন খোদ নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। বুধবার থেকে পরবর্তী সরকার গঠনের জন্য বিজেপি তোরজোড়ও শুরু করে ফেলেছে। তাদেরকে আজ ক্যাবিনেটের বৈঠকেও ডাকা হয়েছে।…