19
Oct
বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পুজোর সময় ভালই থাকবে আবহাওয়া। রাজ্যের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে আজ বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গেরও বৃষ্টি হবে না। দুই বঙ্গের বেশ কিছু এলাকায় খানিক মেঘলা থাকতে পারে আকাশ। পশ্চিমী ঝঞ্ঝার কারণে ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, একই সাথে দুটো ঘূর্ণাবর্ত ঘনাচ্ছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে থাকা ঘূর্ণাবর্ত ২০ অক্টোবর নিম্নচাপে…