18
Sep
টয়োটা কির্লোস্কর মোটর (টিকেএম) দুটি স্পেশাল-পারপাস আইকনিক হাইলাক্স প্রদর্শন করেছে সোসাইটি অফ ইন্ডিয়ান ডিফেন্স ম্যানুফ্যাকচারার্স (এসআইডিএম) ও আইআইটি জম্মুর সহযোগিতায় ভারতীয় সেনাবাহিনীর নর্দার্ন কমান্ড আয়োজিত বার্ষিক প্রযুক্তি-প্রদর্শনী ‘নর্থ টেক সিম্পোজিয়াম ২০২৩’-এ (এনটিএস)। এই ইভেন্টের লক্ষ্য হল অত্যাধুনিক দেশীয় প্রযুক্তির উন্নয়ন এবং প্রতিরক্ষা ক্ষেত্রে প্রযুক্তিগত সক্ষমতা উত্পাদন ও 'আত্মনির্ভরতা' (প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা) অর্জন করা। চলতি বছরে, ভারতীয় সেনাবাহিনীর আধুনিকীকরণের জন্য ‘সিনার্জি অ্যান্ড রিসার্চ ডেভেলপমেন্ট’-এর জন্য ভারতীয় সেনাবাহিনীর প্রচেষ্টাকে শক্তিশালী করার ক্ষেত্রে বড়ধরণের অগ্রগতি দেখা যাচ্ছে। বিভিন্ন চাহিদা পূরণের জন্য টিকেএম কিছু পরিবর্তন ঘটিয়েছে হাইলাক্সে, যা ভারতীয় সেনাবাহিনীর প্রয়োজনীয়তাগুলিও যথাযথভাবে পূরণ করতে সক্ষম। এই বিশেষ ধরণের গাড়িগুলি সেনাবাহিনী-সহ বিশেষ গ্রাহকদের প্রয়োজনীয়তা পূরণের…