22
Sep
এবার পুজোয় পাহাড়মুখী বাঙালি। হোটেল, রিসর্ট থেকে ট্রেনের বুকিং অন্তত তেমনটাই বলছে। আর শৈলশহর দার্জিলিংয়ে বেড়াতে এসে টয় ট্রেনে চড়বেন না, তা হয় না। দূরে কাঞ্চনজঙ্ঘার হাতছানি, ঘন সবুজ চা বাগান পাশে রেখে পাকদণ্ডী বেয়ে ‘খেলনা রেলে’ চড়ার আমেজটাই আলাদা। ভ্রমণ পিপাসুদের এই স্বপ্নপূরণে এবার পুজোয় টয় ট্রেনের এক ডজন জয়রাইড চালানোর সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে । বর্তমানে দার্জিলিং-ঘুম আটটি জয়রাইড চলে। ডিএইচআরের ডিরেক্টর প্রিয়াংশু জানিয়েছেন,পুজোর সময় পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে ১৫ অক্টোবর থেকে পাহাড়ে আরও চারটি জয়রাইড চালানো হবে। জয়রাইড ছাড়াও এনজেপি-দার্জিলিং প্যাসেঞ্জার টয় ট্রেন চলে প্রতিদিন। কিন্তু, এনজেপি থেকে টয় ট্রেনে দার্জিলিং যাওয়া অনেকটা সময় সাপেক্ষ। ফলে…