16
May
অগ্রণী ‘স্টাডি-অ্যাব্রড প্লাটফর্ম’ এএসএল (অ্যাডভেন্টাম স্টুডেন্ট লিভিং) তাদের নতুন বিনিয়োগকারী কর্নারস্টোন ভেঞ্চার্স ও অন্যান্য বর্তমান বিনিয়োগকারীদের নেতৃত্বে ব্রিজ ইকুইটি রাউন্ডে সংগ্রহ করল অতিরিক্ত ৫ মিলিয়ন ইউএসডি। এই অর্থ ব্যবহৃত হবে প্রস্তাবিত ২০ মিলিয়ন ইউএসডি’র সিরিজ বি রাউন্ডের সঙ্গে যোগসূত্রের জন্য। উল্লেখ্য, এএসএল-এর অধীনস্ত ব্র্যান্ডগুলি হল ইউনিঅ্যাকো (UniAcco), ইউনিক্রেডস (UniCreds) ও ইউনিস্কলার্স (UniScholars)। এএসএল হল একটি স্টুডেন্ট লাইফসাইকেল ম্যানেজমেন্ট প্লাটফর্ম, যা ডিজিটাল-ফার্স্ট পদ্ধতিতে শিক্ষার্থীদের ‘অ্যাপ্লিকেশন থেকে অ্যাকোমোডেশন অবধি’ (application-to-accommodation) সহায়তা প্রদান করে। এপর্যন্ত, এএসএল ৫০০কে’রও বেশি শিক্ষার্থীকে সহায়তা জুগিয়েছে। ইউনিঅ্যাকো, ইউনিক্রেডস ও ইউনিস্কলার্স ব্র্যান্ডের হোল্ডিং কোম্পানি এএসএল জানাচ্ছে, তারা সংগৃহিত অর্থ ব্যবহার করবে আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের অবস্থানের প্রসার ঘটাতে এবং ‘অ্যাপ্লিকেশন…