এই রাজ্যের সরকার নিষিদ্ধ করেছে কেরালা স্টোরি সিনেমাটি, তাই রাজ্যের কোনও সিনেমা হলে চলছে না সিনেমাটি। কিন্তু চা বাগান এলাকার সহজ সরল মেয়েদের এই সিনেমা দেখিয়ে সচেতন করতে দুটি বাস ভাড়া করে আসাম নিয়ে গেল বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দশরথ তিরকে।
দশরথের দাবি, স্থানীয় চা বাগানের মেয়েরা অনেকেই তার কাছে এসে এই সিনেমাটি দেখানোর ব্যবস্থা করার কথা বলে। যেহেতু এই রাজ্যে নিষিদ্ধ সিনেমাটি, কিন্তু পাশের রাজ্য আসামে চলছে রমরমিয়ে কেরালা স্টোরি, তাই সেখানে গিয়ে কোন ভাবে সিনেমাটি দেখা যায় কিনা তার খোঁজ খবর নিয়ে আসামের ব্ঙ্গাইগাঁওতে একটি সিনেমা হলে সোমবারের ১৪০ টি টিকিটের ব্যবস্থা করেন দশরথ। তাই সোমবার দুটি বাস ভাড়া করে কুমারগ্রাম, সংকোশ ও নিউল্যান্ডস চা বাগান সহ কুমারগ্রাম ব্লকের অন্যান্য জায়গার বেশ কিছু ছেলে মেয়েদের নিয়ে তিনি আসামের উদ্দেশ্যে রওনা দেন।
যাবার আগে তিনি বলেন, “বাংলার মুখ্যমন্ত্রী তার ভোট ব্যাংক ধরে রাখতে এই সিনেমা নিষিদ্ধ করেছে বাংলায়, তার এই সিদ্ধান্তকে ধিক্কার জানাই।”