কিশোর-কিশোরীদের জন্য ডেটলের কর্মসূচি

‘বার্ডস অ্যান্ড বীজ টক’ নামে এক অভিনব লাইফ স্কিলস প্রোগ্রাম চালু হল। আরবি’র ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ডেটল ‘বনেগা স্বস্থ্‌ ইন্ডিয়া’র আওতাধীনে ও প্রাইমাস পার্টনার্সের সহযোগিতায় ছোটোদের জন্য এই অভিনব লাইফ স্কিলস প্রোগ্রাম চালু করা হল। এই শিক্ষামূলক কর্মসূচির আওতায় আনা হবে সিকিমের ১০ থেকে ১৯ বছর বয়স্ক ছেলেমেয়েদের। এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং, শিক্ষা মন্ত্রী কুঙ্গা নিমা লেপচা, স্বাস্থ্য মন্ত্রী ড. মণিকুমার শর্মা, শিক্ষা সচিব অনিল রাজ রাই, সামাজিক ন্যায় ও কল্যাণ সচিব শেরিং গিয়াছো, অতিরিক্ত মুখ্য সচিব জি পি উপাধ্যায় ও স্বাস্থ্য পিএস কারেতি শ্রীনিবাসুলু। এই উপলক্ষে একটি লেটার অব ইন্টেন্ট স্বাক্ষরিত হয়। 

বার্ডস অ্যান্ড বীজ নামক শিক্ষামূলক কর্মসূচির উদ্দেশ্য হল বয়ঃসন্ধিকালের কিশোরকিশোরীদের বিভিন্ন সঠিক, বাস্তবভিত্তিক ও বয়স-উপযোগী তথ্য দ্বারা সাহায্য করা, যাতে তারা বড় হওয়া ও জীবনশৈলী বিষয়ে জানতে পারে। সিকিমের সরকারি ও স্বীকৃত স্কুলগুলিতে ‘বার্ডস অ্যান্ড বীজ’ কর্মসূচি চালানো হবে। ‘বার্ডস অ্যান্ড বীজ’ কর্মসূচিতে থাকবে ২৭ ঘন্টার অনুশীলন, যা স্কুলগুলি সারা বছর ধরে চালাতে পারবে। এই কর্মসূচির সূচনার জন্য উত্তরপূর্বাঞ্চলের সিকিম এক আদর্শ রাজ্য, কারণ এখানকার শিক্ষা নীতি হল সংস্কারমূলক। এই শিক্ষাক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ‘ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক’ ও সম্প্রতি ঘোষিত ‘নিউ এডুকেশন পলিসি ২০২০’। এই শিক্ষাক্রম পরিচালনার জন্য অংশগ্রহণকারী স্কুলগুলির শিক্ষকদের নিয়োগ করা হবে এবং তাঁদের শিক্ষাপদ্ধতি ও অনুশীলনী বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের কাজ শুরু হবে খুবই শীঘ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *