বর্ষীয়ান অঙ্কনশিল্পী ললিতা লাজমি প্রয়াত

৯০তেও আভিজাত্যের সংজ্ঞা ছিলেন বর্ষীয়ান অঙ্কনশিল্পী ললিতা লাজমি।সোমবার সকালে জীবনাবসান ঘটে তাঁর। জাহাঙ্গির নিকোলসন আর্ট ফাউন্ডেশনের তরফে ওই খবর জানানো হয়েছে সোশাল মিডিয়ায়। বিশিষ্ট চিত্রশিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ অঙ্কন এবং বিনোদন জগৎ। সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন অনেকেই। আঁকার পাশাপাশি শাস্ত্রীয় নৃত্যেও পারদর্শী ছিলেন তিনি।প্রথমে নৃত্যশিল্পী হয়ে উঠতে চেয়েছিলেন ললিতা।

কিন্তু, মধ্যবিত্ত পরিবারের পক্ষে নাচের প্রশিক্ষণ দেওয়া সম্ভব ছিল না। সেই কারণে অঙ্কনের দিকে ঝোঁকেন তিনি।কোঙ্কনি ভাষার পাশাপাশি ঝরঝরে বাংলা, হিন্দি এবং ইংরাজি বলতেন তিনি। ললিতার কাজেও তিলোত্তমার প্রভাব স্পষ্ট। কালী, দুর্গার মোটিফ নিয়েও কাজ করেছেন তিনি।মুম্বইয়ের কনভেন্ট অফ জেসাস অ্যান্ড মেরি স্কুলে অঙ্কনের শিক্ষিকা হিসেবে কাজ করতেন তিনি।নিজের ছাত্রছাত্রীদের আঁকা শেখানোর পাশাপাশি জীবনের পাঠ দিয়েছেন ললিতা।

প্রসঙ্গত, বিনোদন জগতের সঙ্গেও যুক্ত ছিলেন ললিতা লাজমি। দাদা  গুরু দত্তের কারণে অনেক শিল্পীর সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। তিনি নিজেও তারে জমিন পর ছবিতে আমির খানের গুরুর চরিত্রে অভিনয় করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *