এবার বড়পর্দায় লেখক নারায়ণ দেবনাথের নন্টে ফন্টে

নারায়ণ দেবনাথ রয়েছেন বাংলার আর বাঙালির ছেলেবেলার অনেকটা জুড়ে,এবং তাঁর তৈরি করা কমিকস চরিত্ররা। নন্টে ফন্টে আজও বাঙালির মননে অমর। লেখক হয়তো আর নেই, কিন্তু তিনি অত্যন্ত সৃষ্ট চরিত্রদের মধ্য দিয়েই অমর হয়ে আছেন। এবার ছেলেবেলার এই জনপ্রিয় দুই চরিত্র বইয়ের পাতা থেকে উঠে সোজা সিনেমার পর্দায় আসতে চলেছে। প্রয়াত কার্টুনিস্ট এবং লেখক নারায়ণ দেবনাথের নন্টে ফন্টে নিয়ে বাংলায় প্রথম ফিচার ফিল্ম তৈরি হতে চলেছে।

এই দুই বারো বছরের ছোঁড়ার জ্বালায় হিরাগঞ্জ আর মতিগঞ্জের সবাই অতিষ্ট। তাদের তাণ্ডবে সকলেই কম বেশি চোখে সর্ষে ফুল দেখছেন। বাধ্য হয়ে তাদের পরিবারের তরফে ঠিক করা হয় যে তাদের এবার হাতি স্যারের হোস্টেলে দেওয়া হবে। বাড়ির সিদ্ধান্ত অনুযায়ী এই দুই মক্কেল এসে হাজির হয় হোস্টেলে। তাদের ঠাঁই হয় একই ঘরে। এখান থেকে শুরু হয়ে যায় এই দুই পুঁচকের লড়াই। ফন্দি এঁটেই চলে দুজনে যাতে একে অন্যকে জব্দ করতে পারে। এরপর গল্পে উঠে আসে রয়েল বেঙ্গল টাইগার ধরতে গিয়ে কীভাবে সদলবলে হাতি স্যার দুষ্কৃতীদের খপ্পরে পড়েন এবং সেখান থেকে উদ্ধার পান নন্টে ফন্টের বুদ্ধিতে। এই গোটা গল্পটাই উঠে আসতে চলেছে এই আগামী ছবিতে।

নন্টে ফন্টের এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, অম্লান মজুমদার, শুভাশিস মুখোপাধ্যায়, সুমিত সমাদ্দার, লামা, কাঞ্চনা মৈত্র, সোহম বসু রায়চৌধুরী, প্রমুখকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *