তিস্তার জল সম্পর্কিত বিশদ তথ্য জানার প্রস্তুতি শুরু করলো সেন্ট্রাল ওয়াটার কমিশন

আসছে মনসুন সিজন। আর এই উপলক্ষে ২৪ ঘন্টা ধরে তিস্তার জল সম্পর্কিত বিশদ তথ্য জানার প্রস্তুতি শুরু করলো সেন্ট্রাল ওয়াটার কমিশন। ১লা মে থেকে শুরু হয়ে যাচ্ছে মনশুন পিরিয়ড।সেই সময় থেকে তিস্তার জল সম্পর্কিত বিভিন্ন তথ্যের জন্য তিন শিফট ধরে দিবারাত্রি কাজ করেন সেন্ট্রাল ওয়াটার কমিশনের দায়িত্ব প্রাপ্ত কর্মীরা।

 তিস্তার জলের বিভিন্ন তথ্য সংগ্রহ করেন তাঁরা।পাশাপাশি গতকাল তিস্তায় ২০০০ কিউমেক জল ছাড়া হয়েছে। নদীতে আজ তার কি প্রভাব রয়েছে সেই সম্পর্কেও বিভিন্ন তথ্য সংগ্রহ করলেন কর্মীরা।কমিশনের কর্মী সুধাংশু মল্লিক বলেন, তিস্তার জল সম্পর্কিত বিভিন্ন তথ্য আমরা সংগ্রহ করি। যেমন জলের পরিমান কতো। স্রোত কেমন।জলে কতটা বালি মিশে আছে ইত্যাদি বিভিন্ন তথ্য সংগ্রহ করি।

পাশাপাশি যখন সতর্কতা জারি হয় তখন জলের পরিমান কত রয়েছে তা আমরা বাংলাদেশকে জানিয়ে দেই। এমনিতে সারাবছর দিনে একবার জল মাপা হয়। কিন্তু মে মাস থেকে মনসুন সিজন এলে ২৪ ঘন্টা ধরে এই কাজ করা হয়।