26
Nov
শীতের মরসুম চলে এসেছে। ধীরে ধীরে ঠান্ডার প্রভাব বাড়তে শুরু করেছে। মানুষ ইতিমধ্যে গরম কাপড় পরতে শুরু করেছে। তাৎপর্যপূর্ণভাবে, শীতের মৌসুমে, যখন আমরা কয়েক মাস ধরে আলমারিতে রাখা পুরানো শীতের কাপড় বের করি, সেই সময় ওই কাপড়গুলো থেকে অদ্ভূত একটা গন্ধ আসে। অনেক সময় দেখা যায় শীতের মৌসুমে বাতাস, আর্দ্রতা বা কাপড় পরিষ্কার না করার কারণে কাপড়ে ময়লা দুর্গন্ধ হতে থাকে। যদি আপনি আপনার কাপড়ের যত্ন সঠিকভাবে নেন তবে সেই ক্ষেত্রে কোনও আবহাওয়ায় জামাকাপড় থেকে কোনও গন্ধ আসবে না। শীতের মৌসুমে যদি আপনার কাপড়েও দুর্গন্ধ হয়। এই পর্বে, আজ আমরা আপনাকে সেই বিশেষ পদ্ধতি সম্পর্কে বলতে যাচ্ছি, যার সাহায্যে আপনি…