মিজোরামে গোলটেবিল ব্যবসার সুবিধার্থে আয়োজিত হয়েছে

49

উত্তর-পূর্ব অঞ্চলের উন্নয়ন মন্ত্রক, ইনড্রস্ট্রি পার্টনার FICCI, নলেজ পার্টনার EY এবং ইনভেস্টমেণ্ট  পার্টনার ইনভেস্ট ইন্ডিয়ার সহযোগিতায় উত্তর-পূর্ব ভারতে ব্যবসা সম্প্রসারণের স্বার্থে রাউন্ড টেবিল বৈঠক আয়োজন করেন মিজোরাম সরকার। উল্লেখ্য, এই রাউন্ড টেবিল হল  উত্তর-পূর্ব গ্লোবাল ইনভেস্টরস সামিটের জন্য গঠিত একটি রাউন্ড টেবিল সিরিজের অংশ।

যেখানে ব্যবসা সম্প্রসারণের জন্য দেশের বিভিন্ন প্রান্তের বিনিয়োগকারীরা বিনিয়োগ করেন। উত্তর-পূর্ব বাণিজ্য প্রসারের লক্ষে চলতি বছরের শেষে নয়াদিল্লিতে রাউন্ড টেবিলের প্রধান বৈঠকটি অনুষ্ঠিত হবে। মিজোরামে অনুষ্ঠিত এই রাউন্ড টেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা ।

এছাড়াও উপস্থিত ছিলেন মিরোরাম স্টেট প্ল্যানিং বোর্ডের ভাইস চেয়ারম্যান এইচ. রামমাউই, মিজোরাম সরকারের পর্যটন বিভাগের যুগ্ম সচিব ভি. লালেংমাওইয়া এবং উপ-পরিচালক রোনাল্ড লালছুয়ানাউমা ও পরিচালক,  শিল্প-বাণিজ্য বিভাগ সহ অন্যান্য বিভাগের সেক্রেটারিরা। দেশ ব্যাপী প্রায় ১০০ জনেরও বেশি ব্যবসায়ী ও প্রতিনিধিরা এই  রাউন্ড টেবিল বৈঠকে অংশ গ্রহণ করেন।