প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল সোয়া ১১ট নাগাদ উদ্বোধন করলেন ভারতের প্রথম রিজিওনাল ফাস্ট ট্রানজিট সিস্টেম ‘নমো ভারত’। এই ট্রেনটি এখন আপাতত দিল্লি-গাজিয়াবাদ-মিরাট রুটের পথে ছুটতে শুরু করবে।পরে আরও বেশ কিছু রুটে ছুটতে শুরু করবে এই ট্রেন। আজকে যে রুটে ট্রানজিট সিস্টেমের উদ্বোধন হল সেটি প্রায় ১৭ কিমি দীর্ঘ হবে।
গত ২০১৯ সালের ৮ মার্চ দিল্লি-গাজিয়াবাদ-মিরাট করিডরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। আজ উদ্বোধনের পর আগামিকাল, ২১ অক্টোবর থেকে এই সিস্টেমে যাত্রী পরিষেবা চালু হবে।এদিকে এই গোটা ট্রানজিট সিস্টেমে থাকবে ২৪টি স্টেশন।এছাড়াও দিল্লি এবং মিরাটের মাঝে এই রুটে মোট পাঁচটি স্টেশন থাকবে – সাহিবাদ, গাজিয়াবাদ, গুলধর, দুহাই এবং দুহাই ডিপো।তবে আজ সাহিবাদ থেকে মোদী এই ট্রেকে সবুজ পতাকা দেখান।
এবং স্ট্যান্ডার্ড ক্লাসে সাহিবাদ থেকে দুহাই ডিপো পর্যন্ত, পুরো রুটের সর্বোচ্চ ভাড়া পড়বে ৫০ টাকা। এদিকে এই ট্রেনে প্রিমিয়াম ক্লাসের ভাড়া শুরু হবে ৪০ টাকা থেকে। এই ক্লাসে সর্বোচ্চ ভাড়া হবে ১০০ টাকা। এদিকে যে শিশুরা ৯০ সেন্টিমিটারের ছোট, তাদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ দেওয়া হবে এই ট্রেনে। সর্বোচ্চ ১৮০ কিমি গতিতে ছুটতে পারে এই ট্রেন। তবে ভারতে পরীক্ষা চলাকালীন সর্বোচ্চ ১৬০ কিমি বেগ ছুঁয়েছিল ট্রেনটি। যদিও যাত্রী নিয়ে সর্বোচ্চ ১০০ কিমি বেগে ছুটবে এই ট্রেন।