ম্যাচ হারতেই ধোনিকে খোঁচা দিল লখনউ সুপার জায়ান্টস

47

২০১১ বিশ্বকাপে ধারাভাষ্যকার রবি শাস্ত্রীর একটি সংলাপ বিখ্যাত হয়েছিল। মহেন্দ্র সিংহ ধোনি ছয় মেরে ভারতকে বিশ্বকাপ জেতানোর মুহূর্তে শাস্ত্রী বলেছিলেন, “এমএস ধোনি ফিনিশেস অফ ইন স্টাইল।” অর্থাৎ এমএস ধোনি নিজস্ব ভঙ্গিতেই ম্যাচ শেষ করলেন। সেই সংলাপকে একটু পাল্টে দিয়ে স্বয়ং ধোনিকেই খোঁচা দিল লখনউ সুপার জায়ান্টস। মঙ্গলবার চেন্নাইকে হারানোর পর তাদের পোস্ট ভাইরাল হয়েছে।

লখনউ চেন্নাইয়ের ঘরের মাঠে গিয়ে তাদের হারিয়ে এসেছে। সেই ম্যাচে মার্কাস স্টোয়নিস অপরাজিত ১২৪ করে লখনউকে জিতিয়েছেন। অস্ট্রেলিয়ার এই ক্রিকেটারের নাম এবং পদবির আদ্যক্ষর ব্যবহার করে ধোনি এবং চেন্নাইকে কটাক্ষ করেছে লখনউ। তারা ম্যাচের পর সমাজমাধ্যমে লিখেছে, “এমএস ফিনিশেস অফ ইন স্টাইল ইন চেন্নাই।” এখানে এমএস বলতে মার্কাস স্টোয়নিসকে বোঝানো হয়েছে। লখনউয়ের এই পোস্ট দেখে চেন্নাই সমর্থকেরা মোটেই খুশি হননি।

ম্যাচের পর স্টোয়নিস বলেন, “শুরু থেকেই আক্রমণ করব এ রকম কোনও পরিকল্পনা করে নামিনি। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলেছি। কিছু কিছু বোলারকে মারব এটা আগে থেকেই ঠিক করে নিয়েছিলাম। আবার কারও কারো বিরুদ্ধে সাবধানি হয়ে খেলেছি। নিকোলাস পুরান দারুণ খেলেছে। দীপক হুডার কথাও ভুললে চলবে না। তবে ভিতরে ভিতরে কেমন খেলব সেটার একটা পরিকল্পনা সব সময়েই করে রাখছিলাম।”