টি-২০ বিশ্বকাপে বিরাট কোহলির জায়গা কি হলো?

ভারতের আসন্ন টি-২০ বিশ্বকাপের দল ঘোষিত হয়ে গিয়েছে। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে দলে স্বমহিমায় বিরাট কোহলি জায়গা করে নিয়েছেন। আইপিএলে নিজের সেরাটা তুলে ধরার পর কোহলির দলে সুযোগ পাওয়া নিয়ে কোনও সংশয়ও ছিল না। টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পেলেও বিরাট কোহলিকে এবার ধাক্কা খেতে হল। কারণ আরসিবির মহাতারকা আইপিএলে নিজের সিংহাসন হারিয়েছেন। কোহলির অরেঞ্জ ক্যাপ আপাতত ছিনিয়ে নিয়েছেন সিএসকের টি-২০ বিশ্বকাপে সুযোগ না পাওয়া ব্যাটার।

আইপিএলের শুরু থেকেই নিজের চেনা ছন্দে পাওয়া গিয়েছে বিরাট কোহলিকে। আরসিবির পারফরম্যান্স খুব একটা ভাল না হলেও কথা বলেছে বিরাটের ব্যাট। কোহলি শুরু থেকেই অরেঞ্জ ক্যাপ নিজের দখলে রেখেছিলেন। অপরদিকে, সিএসকের নতুন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ও আইপিএলে ভাল ফর্মে রয়েছেন। পঞ্জাব কিংসের বিরুদ্ধে সিএসকে হারলেও ৬২ রানের ইনিংস খেলে ঋতুরাজ গায়কোয়াড় বিরাট কোহলিকে টপকে গিয়েছেন।

এখনও পর্যন্ত বিরাট কোহলি আইপিএলে ১০টি ম্যাচ খেলে ৫০০ রান করেছেন। অপরদিকে, ঋতুরাজ গায়কোয়াড়ের ১০ ম্যাচ খেলে রান ৫০৯। ব্যবধান খুব কম হওয়ায় আগামী দিনে আইপিএলে অরেঞ্জ ক্যাপের দৌড়ে কোহলি ও ঋতুরাজের মধ্যে টানটান লড়াই দেখা যাবে সেকথা বলাই যায়।