কুণাল ঘোষকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করল বিশেষ আদালত

সারদা মামলার আরেকটি মামলায় তৃণমূলের মুখপাত্র ও রাজ্য সম্পাদক কুণাল ঘোষকে সাংসদ-বিধায়ক বিশেষ আদালত বেকসুর খালাস দিয়েছেন। বিচারক জয়শঙ্কর রায় ২০১৩ সালে দায়ের করা পার্ক স্ট্রিট পুলিশ মামলায় কুণালকে নির্দোষ বলে ঘোষণা করেন। কুনালের আইনজীবী অয়ন চক্রবর্তী তার পক্ষে যুক্তি দেন। এছাড়া আদালত সারদাকর্তা সুদীপ্ত সেনকেও দোষ স্বীকার করে এই নির্দিষ্ট মামলা থেকে ‘মুক্ত’ করেছে।

বৃহস্পতিবার মামলার শুনানি হয়। এর আগে সারদার আরেকটি মামলায় কুনালকে খালাস দিয়েছে আদালত। এখনও পর্যন্ত, কুনাল শুধুমাত্র জেলে আত্মহত্যার চেষ্টার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। তবে ওই মামলায় তাকে সাজা দেননি আদালত। ওই সময় কুনালের মানসিক অবস্থা ভালো ছিল না বলে জানা গেছে।

পার্ক স্ট্রিট থানায় এই মামলায় কুনালের বিরুদ্ধে ৪০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। তার প্রশ্নে, কুনালের আইনজীবী বলেছিলেন যে ধারা ৪০৯ তখনই কার্যকর হয় যখন কোনও সরকারী কর্মচারী বা কর্মকর্তা পাবলিক ফান্ড তছরুপ করেন। এই ক্ষেত্রে কেউ নেই. কারণ, কুনাল সরকারি কর্মচারীও ছিলেন না। আর সরকারি তহবিলের সঙ্গে সারদার কোনো সম্পর্ক ছিল না। শুনানি শেষে আদালত কুণালকে নির্দোষ ঘোষণা করেন।

অন্যদিকে সারদাকর্তা সুদীপ্তার বিরুদ্ধে ৪০৬ (প্রতারণা) ধারায় অভিযোগ আনা হয়েছে। সে দোষ স্বীকার করেছে। প্রতারণার সর্বোচ্চ শাস্তি তিন বছরের কারাদণ্ড। ইতিমধ্যে তার জেলের ১২ বছর পূর্ণ হয়েছে। তাই এ মামলায়ও তাকে খালাস দেওয়ার রায় দেন আদালত। কার্যত বৃহস্পতিবার শুনানির পর মামলাটিও বেকায়দায় পড়ে যায়। রাজীব কুমারের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল ২০১৩ সালে মামলাটি দায়ের করে। রায়ের পর কুনালের প্রাথমিক প্রতিক্রিয়া ছিল সহজভাবে, “ঈশ্বর আছে!”