মুক্তি পেল কলকাতা ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রশংসিত ‘বিজয়ার পরে’

117

বহু প্রতীক্ষার পর কলকাতা ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সহ বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ‘বিজয়ার পরে’ পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রটি শুক্রবার, ১২ই জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। স্বস্তিকা মুখোপাধ্যায়, মীর আফসার আলি, মমতা শঙ্কর, দীপঙ্কর দে, বিদীপ্তা চক্রবর্তী এবং ঋতব্রত মুখোপাধ্যায়ের মতো স্বনামধন্য অভিনেতাদের সিনেমাটিতে বিশেষ ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে। সঙ্গীত পরিবেশন করেছে জী মিউজিক। গান গেয়েছেন লগ্নজিতা চক্রবর্তী , সানি মজুমদার।


সিনেমাটির প্রযোজনা করেছেন সুজিত রাহা(Sujit Raha) ও পরিচালনা করেছেন অভিজিৎ শ্রীদাসের(Abhijit SriDas) সাথে। উভয়েই শিলিগুড়ির বাসিন্দা হওয়ায় সাধারণ নাগরিকদের অনুরোধে আগামী ১৩ই জানুয়ারী, ২০২৪ শনিবার উক্ত ছবির একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চ প্রেক্ষাগৃহে বিকেল ৪.৩০টায়। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ছবির মুখ্য চরিত্রাভিনেত্রী শ্রীমতি মমতা শঙ্কর। সিনেমাপ্রেমীদের হলে এসে এই চলচ্চিত্রটি উপভোগের জন্য আমন্ত্রণ জানিয়েছেন সুজিত রাহা(Sujit Raha) অভিজিৎ শ্রীদাস(Abhijit SriDas)