বড় নির্দেশ হাইকোর্টের

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ২২,০৪,২৪ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নিয়োগ বাতিল করেছে কলকাতা হাইকোর্ট।

এসএসসিতে নিয়োগ করতে বেআইনি ভাবে অনেক অতিরিক্ত পদ (সুপারনিউমেরিক পদ) তৈরি করা হয়েছিল বলে একাধিক অভিযোগ ওঠে। এই সেই সব নিয়োগের অনুমোদন দিয়েছিল রাজ্য সরকারই। আদালতের নির্দেশ, এসএসসি সংক্রান্ত সমস্ত মামলার তদন্ত করবে সিবিআই, যাকে প্রয়োজন তাকেই হেফাজতে নিতে পারবে।’

যে সময়ে সুপার নিউমারারি পদ তৈরির জন্য রাজ্য মন্ত্রিসভাকে প্রস্তাব দেওয়া হয়েছে বলে একটি চিঠি সিবিআই এর হাতে এসেছে তা ২০২২ সালের ৫ মে এর। সেই সময় শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন ব্রাত্য বসু। আর পার্থ চট্টোপাধ্যায়কে দেওয়া হয় শিল্পমন্ত্রীর দায়িত্ব।