পিছিয়ে গেলো উদ্বোধনের তারিখ, চিন্তা বাড়ছে মেট্রো কতৃপক্ষের

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে, নজির গড়তে কলকাতা। চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশে বাণিজ্যিকভাবে মেট্রো শুরুর জন্য প্রয়োজন হবে চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির সবুজ সংকেতের।

এই লাইনে যাত্রী পরিষেবা শুরুর লক্ষ্যে গত সোম থেকে বুধবার পর্যন্ত চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি পরিদর্শন করেছেন ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরের পশ্চিম দিকের অংশ। তবে পরিদর্শনের সময় কার্যত অচল হয়ে রইল চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির মোবাইল যন্ত্র।

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত টানেল ও স্টেশনে থাকছে না মোবাইল নেটওয়ার্ক। ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরের এই অংশ পরিদর্শনের সময় কার্যত যোগাযোগহীন হয়ে রইলেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনকুমার গর্গ। ইতিমধ্যেই টেন্ডার করে একটি বেসরকারি টেলিকম সংস্থাকে নির্বাচিত করে রেখেছে। তবে এখনো সম্পূর্ণ হয়নি সেই কাজ।