পানীয় প্রস্তুতকারক কোম্পানির অফিসের সামনে বিক্ষোভ

একটি বহুজাতিক ঠান্ডা পানীয় প্রস্তুতকারক কোম্পানির গেটের সামনে বিক্ষোভ  দেখালেন প্রায় পাঁচশো  একাকাবাসী। বাসিন্দাদের অভিযোগ রানীনগর  শিল্পাঞ্চলে প্রায় ৮০০-১ হাজার ফুট গভীর থেকে জল তোলা হচ্ছে। ফলে বেলাকোবা পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি কুয়োর এবং নলকূপের জলস্তর নেমে গিয়েছে।

পানীয় জল সহ অন্যান্য কাজে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার বাসিন্দা। পরিশ্রুত পানীয় জলের দাবীতে এদিন রানীনগর শিল্পাঞ্চলে ঠান্ডা পানীয় প্রস্তুতকারক কোম্পানির অফিসের সামনে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা।কর্তৃপক্ষ ক্যামেরার সামনে মুখ খুলতে চায়নি।

প্রতিবাদে সরব পঞ্চায়েত প্রধানও।তবে এবিষয়ে লিখিত আকারে ঠান্ডা পানীয় প্রস্তুতকারক দপ্তরে জানানো হয়েছে বলে আন্দোলনকারীরা জানান। ঘটনায় এইচ আর আধিকারিককে প্রশ্ন করা হলে তিনি টেলিফোনে জানান, স্মারকলিপি পেয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেওয়া হয়েছে।