08
Mar
রোহিত শর্মা ধর্মশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করলেন। ভারত অধিনায়ক টেস্টে এক ডজন শতরান করে ফেললেন। তিনি ইংল্যান্ডকে বড় রানের পথে এগিয়ে নিয়ে চলেছেন এবং সাথে শুভমন গিলও । গিলও করেছেন শতরান। টেস্টে চতুর্থ শতরান করলেন তিনি। প্রথম সেশন শেষে দ্বিতীয় দিনে ভারতের স্কোর ২৬৪/১। ইতিমধ্যেই ১৬০ রানের জুটি গড়ে ফেলেছেন রোহিত এবং শুভমন। ভারতের দুই ব্যাটার প্রায় পাল্লা দিয়ে রান করছেন। ওপেন করতে নামা রোহিত ১৬০ বলে ১০২ রান করে অপরাজিত রয়েছেন। শুভমন তিন নম্বরে নেমে ১৪২ বলে ১০১ রান করেছেন। ইতিমধ্যেই তাঁরা ২৩টি চার এবং আটটি ছক্কা মেরেছেন। ইংল্যান্ডের কোনও বোলারই চাপে ফেলতে পারেননি রোহিতদের। শোয়েব বশিরের অবস্থা ইংল্যান্ডের…