04
Feb
কোচবিহার: কথায় আছে রাজার শহর কোচবিহার দীর্ঘদিন আগেই চুকে গিয়েছে রাজার রাজপাট। জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা রাজার মন্দিরগুলো প্রাচীন ইতিহাসের স্বাক্ষর বহন করে। কোনোটির বয়স ১০০ বছর তো কোনোটির বয়স ৫০০ বছরের বেশি। কোচবিহার থেকে ১৮ কিলোমিটার দূরে অবস্থিত তুফানগঞ্জ এর মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অয়রানি চিতলিয়া গ্রাম। আর সেই গ্রামেই রয়েছে রাজ আমলের প্রাচীন চন্ডী মন্দির। প্রতিদিন এই মন্দিরে পুজো দিতে ভিড় জমান দূর-দূরান্ত থেকে আসা ভক্তরা। প্রত্যেক বছর পহেলা বৈশাখে বাৎসরিক পুজো হয় এই মন্দিরে। প্রায় ৫০০ বছরের প্রাচীন এই মন্দির। প্রাচীন এই চন্ডীমন্দির প্রতিষ্ঠার আড়ালে লুকিয়ে আছে বহু প্রচলিত একটি জনশ্রুতি। একসময় এইসব এলাকা ছিল জঙ্গলে ঘেরা,…