24
Jun
মৌমাছিকে কমবেশি সকলেই ভয় করেন। পাছে একবার হুল ফুটিয়ে দেয়, তাহলে তো হয়েই গেলো। কিন্তু পুরো মৌচাক অর্থ্যাৎ মৌমাছির ঝাঁককে যদি কেউ মুখে নিয়ে থাকতে পারে, কি হবে তার? হ্যাঁ টানা চার ঘণ্টা মাথাতে ও মুখে নিয়ে মৌমাছির ঝাঁক নিয়ে বসেছিলেন কেরলের এক যুবক। সেই সঙ্গে গড়লেন বিশ্বরেকর্ড। আর সেই কারনেই তার নাম ওঠলো গিনেস বুক অফ ওয়ার্ল্ডে। এই রেকর্ড নিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড জানিয়েছে, ওই তরুনের মাথা ও মুখে ভর্তি ছিলো মৌমাছির ঝাঁক নিয়ে। যা খুবই বিপদজনকও। কিন্তু সবকিছু তোয়াক্কা করেই অসাধ্য সাধন করেছে এই তরুন। এদিকে ওই তরুন জানিয়েছে, মৌমাছি হলো তার বন্ধু। মৌমাছি সম্পর্কে অনেক কিছুই…